• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১
প্রকাশিত: মার্চ ২১, ২০২১, ০৭:১০ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২১, ২০২১, ০৭:১০ পিএম

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

ঢাকা জেলার জন্য সেহরি ও ইফতারের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। 

রোববার (২১ মার্চ) সংস্থাটির প্রকাশিত ওই সময়সূচিতে বলা হয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ এপ্রিল হবে ১ রমজান।

সংস্থাটির প্রকাশিত সূচিতে বলা হয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে প্রথম রোজা ১৪ এপ্রিল হলে ঢাকা ও আশপাশের এলাকার মুসলমানদের ওইদিন ভোর ৪টা ১৫ মিনিটের মধ্যে সেহরি খেতে হবে। আর সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে ইফতার করতে হবে।

সূচিতে আরও বলা হয়েছে, “সতর্কতামূলকভাবে সেহরি শেষ হওয়ার ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।”