রাজধানীতে বৃহস্পতিবারও গ্যাস সরবরাহ কম থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ কম থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানা যায়, তিতাস অধিভুক্ত এলাকায় সামগ্রিক নেটওয়ার্কে গ্যাসের সরবরাহ কম রয়েছে। এতে ঢাকা শহরসহ আশপাশের এলাকায় প্রয়োজনীয় পরিমাণে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না।
এদিকে গত দুই দিন ধরেই গ্যাস সরবরাহ কম থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারন মানুষ।
রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা নির্মল দাস বলেন, "গ্যাস কম থাকায় পরিবার নিয়ে হোটেলে খেতে হয়েছে। একদিন সহ্য হয়। টানা এমন পরিস্থিতিতে ভোগান্তির বাড়ছেই। "
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সাভারের আমিন বাজারে সড়কে কাজ করার সময় তিতাসের ফিডার লাইন ক্ষতিগ্রস্ত হয়। এজন্য ২৩ মার্চ ও ২৪ মার্চ রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল। অন্যান্য এলাকাতে গ্যাসের চাপ কম ছিল।
ফিডার লাইন মেরামতের কাজ শেষ না হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় এখনও গ্যাসের চাপ কম রয়েছে বলে জানিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সাখাওয়াত হোসেন।
উপ-মহাব্যবস্থাপক জানান, গ্যাস লাইনের ত্রুটি মেরামতের কাজ করা কঠিন হয়ে পড়েছে। আমিনবাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বালু ফেলে পাইলিং করতে গিয়ে তিতাসের পাইপলাইন ছিদ্র করে ফেলে। এখন এক্সকাভেটর (খননকারী যন্ত্র) দিয়ে বালু সরাতে গেলেই সেখানে পানি চলে আসছে।
গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, "আমাদের টিম সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।"