• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১, ০৬:০৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৫, ২০২১, ০৬:৩০ পিএম

করোনাকালেও ইফতারের পসরা, স্বাস্থ্যবিধি অমান্য

করোনাকালেও ইফতারের পসরা, স্বাস্থ্যবিধি অমান্য

সারাদেশে সরকারের কঠোর বিধিনিষেধেও রাজধানীর বিভিন্ন স্থানে নানা পদের ইফতার সাজিয়ে বসেছেন দোকানিরা।

রমজানের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরের পর থেকেই দোকানের বাইরে এবং ভেতরে ইফতারের পসরা সাজিয়ে রেখেছেন তারা। মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে ইফতার বিক্রি করা হচ্ছে এখানে। তবে ক্রেতাদের তেমন ভিড় লক্ষ করা যায়নি।

রাজধানীর বেইলি রোড এলাকা ঘুরে দেখা যায়, প্রতি বছরের মতো এবারও দোকানিরা নানা পদের ইফতার সাজিয়ে বসেছেন। কয়েকজন ক্রেতা সেখানে ইফতার কিনছেন। যদিও ক্রেতাদের মধ্যে স্বাস্থ্যবিধির তেমন সতর্কতা চোখে পড়েনি। করোনার এই সময়ে খোলা পরিবেশে ইফতার কেনা নিয়েও কোনো শঙ্কা ছিল না ক্রেতাদের মধ্যে।

বেইলি রোডের এক দোকান মালিক বলেন, “সরকারকে ধন্যবাদ রেস্টুরেন্ট খোলা রাখার অনুমতি দেওয়ার জন্য়। এবারও আমরা ইফতারের নানা আইটেম রেখেছি। দুই-তিনটি নতুন পদও রয়েছে এবার। তবে ক্রেতা তুলনামূলক কম। লকডাউন তো তাই ক্রেতারা আসতে পারছে না। লকডাউনের পর বিক্রি বাড়বে আশা করছি।”

ইফতারের দাম কেমন রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, “খাবারে যেন নষ্ট না হয় এই জন্য দামটাও কম রেখেছি। করোনা সময়ে ক্রেতােদর সাধ্যের মধ্যেই রাখার চেষ্টা করেছি।”