
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানসনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারে। ভবনটির ষষ্ঠ তলা থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
নতুন করে উদ্ধার হওয়া দুটি মরদেহের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম ওলিউল্লাহ ব্যাপারি। তিনি ভবনটির নিরাপত্তাকর্মী। অন্যজনের পরিচয় শনাক্ত যায়নি।
এর আগে ভবনটির কেয়ারটেকার রাসেল মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া ভবনটির চতুর্থতলা থেকে সুমাইয়া নামের এ নারীর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে আরমানিটোলার মুসা ম্যানসনের নিচতলায় থাকা ক্যামিকেল গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ৯ ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।