• ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২১, ১১:৫৩ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৪, ২০২১, ১২:০৯ পিএম

ট্রাক কেড়ে নিল দুই মাদ্রাসাশিক্ষকের প্রাণ

ট্রাক কেড়ে নিল দুই মাদ্রাসাশিক্ষকের প্রাণ

নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা মাদ্রাসাশিক্ষক বলে জানা গেছে।

শনিবার (২৪ এপ্রিল) সকাল ৮টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার ফেরিঘাট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জেলা শহরের তেবাড়িয়া হালিমাতুস সাদিয়া মাদ্রাসার শিক্ষক খলিলুর রহমান (৩২) এবং শিক্ষক বেলাল হোসেন (৩৫)। 

সিংড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কিশোর কুমার রায় বলেন, তারা মোটরসাইকেলযোগে নাটোর থেকে বগুড়ায় যাচ্ছিলেন। 

মোটরসাইকেলটি পুরাতন ফেরিঘাটসংলগ্ন ব্রিজের পূর্ব পাশে পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই খলিলুর রহমান এবং বেলাল হোসেন মারা যান।