স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, “চীন থেকে করোনাভাইরাসের যে দেড় কোটি টিকা আসছে, তা অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীদের দেওয়া হবে। পাঁচ কোটি লোককে টিকা দিতে পারলে দেশ সুরক্ষিত হবে।”
সোমবার (৩১ মে) দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
জাহিদ মালিক বলেন, “৫০ লাখ করে তিন দফায় চীনের দেড় কোটি টিকা দেশে আসবে। রাশিয়া থেকেও আমরা টিকা পাব। এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে।”
সীমান্তবর্তী সাত জেলায় লকডাউন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সাত জেলায় লকডাউন দেয়ার পরিকল্পনা আছে। যেসব জেলায় ঊর্ধ্বমুখী সেসব জেলায় লকডাউনের প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সিদ্ধান্ত নেবে কেবিনেট কমিটি।
এর আগে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের সীমান্তবর্তী ৭ জেলায় কঠোর লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তর এ সুপারিশ করে। লকডাউনের প্রস্তাবিত ৭ জেলা হলো নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা।