• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুন ২, ২০২১, ০৯:২৩ এএম
সর্বশেষ আপডেট : জুন ২, ২০২১, ১১:৩১ এএম

বাংলা টিভির সাবেক চেয়ারম্যান ফিরোজ খান আর নেই

বাংলা টিভির সাবেক চেয়ারম্যান ফিরোজ খান আর নেই

বাংলা টিভির সাবেক চেয়ারম্যান ফিরোজ খান আর নেই।

স্থানীয় সময় মঙ্গলবার (১ জুন) যুক্তরাজ্যের ম্যানচেস্টারের এক হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে। তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার সহকর্মীরা শোক প্রকাশ করেছেন।

এছাড়া বাংলা টিভির সাবেক সাংবাদিক বর্তমানে নর্থ ইস্ট বাংলাদেশি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনির সভাপতি মিজানুর রহমান মিজান শোক প্রকাশ করেছেন।

১৯৯৯ সালের ১৬ সেপ্টেম্বর যুক্তরাজ্য থেকে বাংলাদেশের বাইরের প্রথম বাংলা টেলিভিশন বাংলা টিভি চালু হয়। ফিরোজ খান প্রথমে ম্যানচেস্টারের এক বিজ্ঞাপনদাতা ছিলেন। সেখান থেকে ২০০০ সালের শেষের দিকে বাংলা টিভির মালিকানার সঙ্গে সম্পৃক্ত হন। 

ফিরোজ খান  ২০০১ সালে বাংলা টিভির চেয়ারম্যানের দায়িত্ব নেন। ২০১০ পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

কিন্তু ২০১০ সালে প্রতারণার এক মামলায় অভিযুক্ত হয়ে তার ২৭ মাসের জেল হয়। এরপর মিডিয়া জীবন ও কমিউনিটিতে ছেড়ে আড়ালে চলে যান।