ফাইজারের টিকা প্রয়োগের ক্ষেত্রে বিশেষ কাউকে অগ্রাধিকার দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘১৩ জুন সিনোফার্মের টিকা আসার পর একসঙ্গে ফাইজার ও সিনোফার্মের টিকা দেওয়া শুরু হবে। তবে এ টিকা প্রয়োগের ক্ষেত্রে কাউকে অগ্রাধিকার দেয়া হবে না। এ টিকা আবেদনের সিরিয়াল অনুযায়ী দেওয়া হবে।”
সোমবার (৭ জুন) মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের এক অনুষ্ঠান শেষে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘রাশিয়া বাংলাদেশকে টিকা দিতে চায় এবং দেশে উৎপাদন করতে সম্মত। এ-বিষয়ক চুক্তি সম্পাদন হওয়ার অপেক্ষায়।’’
করোনা চিকিৎসায় সরকারি খরচ সম্পর্কে ডা. জাহিদ মালেক বলেন, ‘‘দামি ওষুধ, অক্সিজেন ও টিকা বাবদ করোনা আক্রান্ত রোগীদের সরকারি হাসপাতালের সাধারণ বিছানায় খরচ হয়েছে ১৫ হাজার টাকা ও আইসিইউতে খরচ হয়েছে ৫০ হাজার টাকা।’’