• ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১
প্রকাশিত: জুন ১১, ২০২১, ০৩:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১১, ২০২১, ০৩:৫৪ পিএম

ঢামেকের বাগানে নবজাতকের মরদেহ

ঢামেকের বাগানে নবজাতকের মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগানের অক্সিজেন ডিপোর পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ১ দিন বয়সী নবজাতককে উদ্ধার করা হয়।

শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তমিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই তমিজ উদ্দিন বলেন, ‘‘আমরা টেলিফোনের মাধ্যমে খবর পেয়ে সকালের দিকে ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লকের বাগান গেটের অক্সিজেন ডিপোর পাশ থেকে ছেলে নবজাতকের (একদিন) মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’’