• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুন ১৬, ২০২১, ০৮:৩০ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৬, ২০২১, ০৮:৩০ পিএম

জলাবদ্ধতার জন্য মেট্রোরেল দায়ী: মেয়র আতিক

জলাবদ্ধতার জন্য মেট্রোরেল দায়ী: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, “মিরপুরের কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকার জলাবদ্ধতার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষই দায়ী। তারা কমপ্লায়েন্স মেনে কাজ না করার কারণে অত্র এলাকাসহ আশপাশের লোকজনকে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণসহ নানান সমস্যায় ভোগান্তি পোহাতে হচ্ছে।”

বুধবার (১৬ জুন) মিরপুরে সড়ক পরিদর্শনকালে তিনি এসব বলেন।

মেয়র আতিক বলেন, “ড্রেন ও ফুটপাত সচল রেখে মেট্রোরেলের কাজ চালু রাখার কথা থাকলেও বিদ্যমান অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা মেট্রোরেলের কাজের কারণেই নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তাই ড্রেন ও রাস্তা সচল রাখার ব্যবস্থা মেট্রোরেল কর্তৃপক্ষকেই নিশ্চিত করতে হবে।”

তিনি আরো বলেন, “মেট্রোরেল কর্তৃপক্ষ যেসব শর্তে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দসহ প্রকল্পের দায়িত্ব নিয়েছে তারা সেসব শর্ত যথাযথভাবে প্রতিপালন করছে না। মেট্রোরেল কর্তৃপক্ষকে মেট্রোরেল সংলগ্ন রাস্তা ও ড্রেন নিয়মিত পরিষ্কার করার পাশাপাশি সঠিকভাবে কাজ করতে হবে।”

তিনি বলেন, “নগরীর জলাবদ্ধতা নিরসন ও দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন জায়গায় খাল উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে, জনগণের সহায়তায় তা অব্যাহত থাকবে।”

এসময় অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা ও স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।