• ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুন ২৬, ২০২১, ০১:১৩ এএম
সর্বশেষ আপডেট : জুন ২৬, ২০২১, ০১:১৩ এএম

পরীমণিকে ধর্ষণচেষ্টার অভিযোগ অস্বীকার

পরীমণিকে ধর্ষণচেষ্টার অভিযোগ অস্বীকার

ঢাকাই সিনেমার নায়িকা পরীমণিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা অভিযোগ অস্বীকার করছেন রিমান্ডে থাকা আসামিরা।  

বৃহস্পতিবার (২৪ জুন) ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী ওরফে অমিকে  রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়।

রিমান্ডের প্রথম দিন তারা সাভার থানার পুলিশের কাছে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন।  তারা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টায় জড়িত নন বলে দাবি করেন।  এ তথ্য জানান মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে ৮ জুন রাতে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে নায়িকার অভিযোগ।  ১৩ জুন নাসির ও অমি ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন তিনি।  বুধবার সাভার থানার পুলিশ ওই মামলায় তাদের পাঁচ দিন করে রিমান্ডে নেয়।

মামলার তদন্ত তদারক কর্মকর্তা ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফী বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে বলেন, পরীমনির করা মামলার খুঁটিনাটি বিষয়ে বৃহস্পতিবার আসামি নাসির উদ্দিন ও অমিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 

তিনি বলেন, আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।  পুলিশের কাজ হলো, সেদিন কী ঘটেছিল, তা তদন্ত করে বের করা।  সেভাবেই তদন্ত চলছে।

জাগরণ/এসএসকে

আরও পড়ুন