রাজধানীর মগবাজারে বিস্ফোরণস্থল থেকে গ্যাস বের হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রোববার (৪ জুলাই) সকাল থেকে স্টেশন অফিসার ইউনুস আলীর নেতৃত্বে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরে একটি গ্যাস লাইনের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছে তারা।
তিতাস গ্যাসের ম্যানেজার (দক্ষিণ) সাবিল আউয়াল জানান, ওই ভবন থেকে গ্যাস বের হওয়ার খবর পেয়ে আমাদের একটি টিম সেখানে গেছে। সেখানে বৈধ কোনো গ্যাস লাইন থাকার কথা নয়। তবে, যে লাইনটি ওই ভবনে পাওয়া গেছে সেটা কোথায় গেছে, কারা ব্যবহার করত সেসব খোঁজ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মোহাম্মদ নূরুল্লাহ জানিয়েছিলেন, বিস্ফোরণে বিধ্বস্ত ভবন এবং এর দুই পাশের ভবনে তিতাসের কোনও গ্যাস-সংযোগ নেই।
ফায়ার সার্ভিস ভবনে যে গ্যাসলাইনের অস্তিত্ব পেয়েছিল, সেটি অচল বলেও দাবি করেছিলেন তিনি।
গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে সাতটায় মগবাজারে তিনতলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে এখনো পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ভবনটির আশপাশের শতাধিক মানুষ। এ ঘটনায় আহত পাঁচজন এখনো হাসপাতাল চিকিৎসাধীন।
জাগরণ/এসএসকে