• ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১২:২৬ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৫, ২০২১, ১২:২৬ এএম

শিথিল বিধিনিষেধেও বন্ধ থাকবে যা যা

শিথিল বিধিনিষেধেও বন্ধ থাকবে যা যা
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুধবার (১৪ জুলাই) দিবাগত  মধ্যরাত থেকে লকডাউন শিথিল করা হয়েছে। তারপরেও ওই সময়ে সব পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্রে যাওয়া যাবে না।

করোনাভাইরাস (কোভিড-১৯) রোধে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বুধবার (১৪ জুলাই) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তথ্য অধিদফতর। এতে করোনা প্রতিরোধে জনসমাবেশ, বিয়ে, জন্মদিনের পার্টিসহ সব ধরনের সামাজিক অনুষ্ঠান না করার নির্দেশনা দেয়া হয়। এ সময় পর্যটন ও বিনোদনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টারে গমন ও জনসমাবেশ হয় এমন অনুষ্ঠান করা যাবে না।

২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত কঠোর লকডাউন শিথিল করে মঙ্গলবার (১৩ জুলাই)  প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে ঈদ শেষে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ১৪ দিন সব অফিস, শিল্প-কারখানা এবং গণপরিবহন বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়।

পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন, জনসাধারণের যাতায়াত, ঈদের আগে ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে চলমান বিধিনিষেধ শিথিল করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে এই সময়ে সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে সব কার্যক্রম পরিচালনা করতে হবে।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকার এ বছরের ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ দিয়ে আসছে। এর পাশাপাশি এবার স্থানীয় প্রশাসনও বিভিন্ন এলাকায় বিশেষ বিধিনিষেধ জারি করেছিল।

জাগরণ/এমএ