
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আজ বুধবার সকালে ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করে বিমানবন্দর এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক বলেন, আটক যাত্রী সৌদি আরবে যাচ্ছিলেন। সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশী করা হলে তার কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসব ইয়াবা তিনি সৌদি আরবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
জাগরণ/এমআর