• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৮, ২০২১, ০৩:২০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৮, ২০২১, ০৩:২০ পিএম

ঢিলেঢালা চেকপোস্ট, সড়কে গাড়ির আধিপত্য

ঢিলেঢালা চেকপোস্ট, সড়কে গাড়ির আধিপত্য
চেকপোস্টে চলছে জিজ্ঞাসাবাদ। ছবি-সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের জারি করা বিধি-নিষেধের ষষ্ঠ দিন ঢাকার সড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে, পাশাপাশি রিকশা চলাচলও বেশি। একই সঙ্গে বেড়েছে হাঁটা মানুষের সংখ্যা। এদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্টগুলোয়ও শিথিলতা দেখা গেছে।

বুধবার (২৮ জুলাই) ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সব সড়কেই প্রচুর ব্যক্তিগত গাড়ি চলছে। সড়কে রয়েছে রিকশার দাপট। পণ্যবাহী গাড়ি খুব একটা না চললেও জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট গাড়িগুলো সড়কে রয়েছে।

লকডাউনের মধ্যে এর আগে পুলিশের চেকপোস্টে যানবাহনগুলোকে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেলেও বুধবার বনানী, তেজগাঁওসহ কয়েকটি চেকপোস্টে পুলিশের ঢিলেঢালাভাব দেখা গেছে। এসব চেকপোস্টে ব্যারিকেড রাখা হলেও সেখানে কয়েকজন করে পুলিশ সদস্যকে অলস সময় পার করতে দেখা যায়।

শ্যামলী চেকপোষ্টে একজন পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকাল থেকে অনেক গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সড়কে পায়ে হাঁটা পথচারীদের অনেককেই আমরা জিজ্ঞাসাবাদ করছি। যারা কোনো কারণ ছাড়া বের হয়েছে তাদের আমরা জরিমানা করছি, যারা জরুরী কাজে বের হয়েছে তাদের আমরা চেকপোষ্টে থেকে যেতে দিচ্ছি।  

রাজধানীর অন্য চেকপোস্টগুলোতে ঢিলেমি থাকলেও গাবতলী হয়ে ঢাকামুখী যানবাহনগুলোকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হেঁটে গাবতলী ব্রিজ পার হয়ে যাঁরা ঢাকায় ঢুকছেন, তাঁদের অনেকেই পুলিশের জিজ্ঞাসাবাদে পড়েছেন। গাবতলী দিয়ে যাঁরা ঢাকা ছাড়ছেন চেকপোস্ট বসিয়ে তাঁদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

করোনার সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন কার্যকর করে সরকার। এরপর ঈদের আগে আট দিনের জন্য সব ধরনের বিধিনিষেধ শিথিল করা হয়। ২৩ জুলাই থেকে ফের শুরু হয়েছে ১৪ দিনের কঠোর লকডাউন।

জাগরণ/এমএইচ

আরও পড়ুন