
গণমাধ্যম কর্মীদের জন্য শিগগিরই নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যম বান্ধব সরকার।
আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের বিষয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন মন্ত্রী।
এই রিপোর্ট লেখার সময় বৈঠক চলছিলো।
বৈঠকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবুজাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন।
এমএম/আরআই