
রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চার দিনের রিমান্ড শেষে হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে আদালতে হাজির করা হয়েছে।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। বর্তমানে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে। এদিকে, নাতনিকে এক নজর দেখতে পিরোজপুর থেকে ছুটে এসেছেন শতবর্ষী নানা শামসুল হক। দুপুর ১২টা ৪৫ মিনিটে গারদখানার সামনে এসে দাঁড়ান পরিমনির নানা। এ সময় সঙ্গে ছিলেন তিনজন আইনজীবী।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামসুল হক বলেন, নাতনিকে দেখার জন্য আজ সকালে গ্রাম থেকে ঢাকায় এসেছি। তাকে অনেক দিন দেখি না।
নাতনির জামিন চান কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতে আইনজীবীরা আবেদন করবেন। আশা করি, আদালত জামিন দেবেন। কথা বলার এক পর্যায়ে পুলিশ শামসুল হককে আদালতের ভেতরে নিয়ে যান।
জাগরণ/এমআর