• ঢাকা
  • সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: আগস্ট ১০, ২০২১, ০৩:০৬ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১০, ২০২১, ০৩:০৬ পিএম

পরীর চিৎকার, ‘আমি নির্দোষ, ফাঁসানো হয়েছে’

পরীর চিৎকার, ‘আমি নির্দোষ, ফাঁসানো হয়েছে’

আদালত থেকে বের হওয়ার সময় তিন বার চিৎকার করেছেন  হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। চিৎকার করে তিনি বলেন, ‘আমি নির্দোষ, আমাকে ইচ্ছা করে ফাঁসানো হয়েছে। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে আদালতে শুনানি শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন পরীমনি।

এদিন দুপুর ১২টা ১০ মিনিটে চারদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর তার বিরুদ্ধে মাদক আইনের মামলার সুষ্ঠুতদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত সংস্থা সিআইডি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জাগরণ/এমআর