• ঢাকা
  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১০, ২০২১, ০৩:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১০, ২০২১, ০৩:৫৪ পিএম

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বরিশালে সমাবেশ

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বরিশালে সমাবেশ

খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বরিশালে সমাবেশ করেছে মুক্তমনা লেখক-সাংবাদিক-শিল্পি-শিক্ষকবৃন্দ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে এ কর্মসূচি পালিত হয়।

মুক্তমনা লেখক কাজল রায়ের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক মিজানুর রহমান সেলিম, অধ্যাপক দুলাল মজুমদার, ডা. মনিষা চক্রবর্তী, সাংবাদিক সৈয়দ মেহিদী হাসান প্রমুখ।

সমাবেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার, দৃষ্টন্তমূলক শাস্তি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান বক্তারা।