• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ০২:৩২ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১২, ২০২১, ০২:৩২ পিএম

করোনা পরিস্থিতির অবনতি হলে ফের বিধিনিষেধ

করোনা পরিস্থিতির অবনতি হলে ফের বিধিনিষেধ

করোনার সংক্রমণ পরিস্থিতির অবনতি হলে আবারও বিধিনিষেধ দেওয়া হবে বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সংক্রমণ পরিস্থিতির ওপর নির্ভর করে আমরা দুটি কৌশল অবলম্বন করব। একটি হলো বিধিনিষেধ বা লকডাউন দেওয়া, আরেকটি হচ্ছে (বিধিনিষেধ) ছেড়ে দেওয়া। কিন্তু সবাইকে মাস্ক পরতে হবে।

করোনা পরিস্থিতি খারাপ হলে আবার লকডাউন দেবেন কিনা, এই প্রশ্নে ফরহাদ বলেন, হ্যাঁ। পৃথিবীর যেকোনো দেশে সংক্রমণ বাড়লেই ব্যবস্থা নেওয়া হয়েছে। যেমন অস্ট্রেলিয়াতে সেনাবাহিনী নামানো হয়েছে, কারফিউ দেওয়া হয়েছে, লকডাউন দেওয়া হয়েছে। আমেরিকায় লকডাউন দেওয়া হয়েছে। কারণ এর কোনো বিকল্প নেই। সংক্রমণ পরিস্থিতি বাড়লে আমরা ব্যবস্থা নেব।\

জাগরণ/এমএইচ