• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১, ০১:০১ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৩, ২০২১, ০১:০১ এএম

এসপির বিরুদ্ধে নারী সহকর্মীকে ধর্ষণের অভিযোগ

এসপির বিরুদ্ধে নারী সহকর্মীকে ধর্ষণের অভিযোগ
প্রতীকী ছবি

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একজন পুলিশ সুপারের (এসপি) বিরুদ্ধে ধর্ষণের মামলা নেয়ার আবেদন করেছেন তারাই সহকর্মী এক নারী পুলিশ কর্মকর্তা।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারের আদালতে মামলার আবেদন করেন ওই নারী পুলিশ পরিদর্শক।

অভিযুক্ত পুলিশ সুপারের মোক্তার হোসেন। তিনি এখন বাগেরহাটে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত।

শেষ খবর পাওয়া পর্যন্ত আদালত ওই অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করতে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মামলার আবেদনে অভিযোগ করা হয়—পুলিশ সুপার মোক্তার হোসেন ২০১৯ সালের মে মাসে সুদানে জাতিসংঘের শান্তি মিশনে যান। সেখানে আগে থেকেই কর্মরত ছিলেন ওই পুলিশ পরিদর্শক। মোক্তার হোসেন সহযোগিতা নেয়ার অজুহাতে বিভিন্ন সময় বাদির বাসায় যাতায়াত শুরু করেন। ২০১৯ সালের ২০ ডিসেম্বর বাসায় গিয়ে বাদিকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে না জানাতে বিভিন্নভাবে ভয় ও হুমকি দেন। পরে ওই বছরের ২২ ডিসেম্বর বাদির কাছে ক্ষমা চাইতে গিয়ে মোক্তার হোসেন আবারও ধর্ষণ করেন। পরে দেশে ফিরে এসে বাদিকে আবারও কয়েক দফা ধর্ষণ করেন মোক্তার হোসেন।

করোনার কারণে আদালত বন্ধ থাকায় মামলা করতে বিলম্ব হয়েছে বলে জানান বাদি।

পিপিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন, এখন মামলা হয়েছে, সে অনুযায়ী তদন্ত হবে। তদন্তেই সব জানা যাবে।

জাগরণ/এমএ