গঙ্গা ও পদ্মা নদীর পানি বাড়ছে। প্রতিদিনই ফুঁসে উঠছে নদী। এতে করে আগামী সপ্তাহে দেশের মধ্যাঞ্চলে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। ফরিদপুর, রাজবাড়ী, শরিয়তপুর, মাদারীপুর ও মুন্সিগঞ্জে মধ্যমেয়াদি বন্যার পূর্বাভাস দিয়েছে সতর্কীকরণ কেন্দ্র।
উজানে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ও সিলেট এবং রংপুর বিভাগে সাময়িক বন্যা দেখা দিতে পারে। তবে যমুনা অববাহিকায় বড় বন্যার আশঙ্কা নেই। পদ্মা নদীর পানি গোয়ালন্দ পয়েন্টে বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ২৮ মিটার।
বেশ কয়েক দিনের টানা বৃষ্টি আর পশ্চিমবঙ্গে গঙ্গা অববাহিকায় ঢল নামায় বেড়েছে পদ্মার পানি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগস্টে সাধারণত পদ্মা অববাহিকায় প্রকট আকার নেয় বন্যা।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, ‘মূলত চলতি সপ্তাহের শেষ দিকে কিংবা আগামী সপ্তাহের শুরুতে দেশের মধ্যাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। উত্তরাঞ্চলে বিক্ষিপ্তভাবে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।
সমতলের ১০৯টি পর্যবেক্ষণ পয়েন্টের মধ্যে ৫৫টিতে নদীর পানি বাড়ছে বলে জানিয়েছে বন্য পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
জাগরণ/এসএসকে