• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১, ১২:৩৯ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৭, ২০২১, ১২:৩৯ এএম

গণপরিবহনে স্বাস্থ্যবিধি উধাও

গণপরিবহনে স্বাস্থ্যবিধি উধাও
সংগৃহীত ছবি

বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত থাকলেই সবাই সচেতন। নির্বাহী হাকিম নেই তো স্বাস্থ্যবিধিও নেই। এই অবস্থায় ১৯ তারিখ থেকে শতভাগ যাত্রী নিয়ে চলবে শতভাগ গণপরিবহন।

বাসে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বিআরটিএ’র চেয়ারম্যান। বলছেন, মাস্ক ছাড়া যাত্রী বা পরিবহন শ্রমিক বাসে উঠলেই ব্যবস্থা নেয়া হবে।

সোমবার (১৬ আগস্ট) মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, পরিবহন শ্রমিক থেকে বাস যাত্রী সবাই স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদাসীন।

বলা হয়েছিলো, গণপরিবহন চলা শুরু করলে মাস্ক ছাড়া কোনও যাত্রীকে গাড়িতে উঠতে দেয়া হবে না। এমনকি দেয়া হবে না কোনো টিকিট। 

যতক্ষণ ভ্রাম্যমাণ আদালত বা তদারকি থাকে ততক্ষণ সবই ঠিক থাকে। কিন্তু তদারকি না থাকলে উধাও হয়ে যায় স্বাস্থ্যবিধিও। 

তখন মাস্ক ছাড়া সবাই বাসস্ট্যান্ডগুলোতে ঘুরে বেড়ায় অবাধে। এমনকি টিকিট কাউন্টার থেকে মাস্ক ছাড়া টিকিট সংগ্রহ করার বিধিও কাগজকলমে পড়ে থাকে।  

তারপরেও গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানানোর বিষয়ে কঠোর অবস্থানের কথা বললেন বিআরটিএ চেয়ারম্যান। জানালেন, ‘পুরোদমে বাস চালু হলে মাস্ক ছাড়া যাত্রী বা পরিবহন শ্রমিক কেউ গাড়িতে উঠলেই গুনতে হবে জরিমানা।’ 

বিআরটিএ-এর নির্বাহী হাকিমরা ঢাকা ও চট্টগ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেবন। জেলা পর্যায়ে জেলা প্রশাসকের সহযোগিতায় চলবে ভ্রাম্যমাণ আদালত। 

বিআরটিএ চেয়ারম্যান বললেন, সবাই মিলে সচেতন না হলে গণপরিবহনে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করা কার্যত অসম্ভব। 

জাগরণ/এমএ