• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১, ০৩:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৮, ২০২১, ০৩:৩৭ পিএম

অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: কাদের

অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: কাদের

গণপরিবহনে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নিলে জনস্বার্থে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
 
সেতুমন্ত্রী বলেন, যাত্রীদের থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত যেন কোনোভাবেই আদায় করা না হয়। এ ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। গ্যাস, অকটেন ও পেট্রোল চালিত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত এ ভাড়া প্রযোজ্য হবে না বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের আরো জানান, ট্রাক-কাভার্ডভ্যানের ধর্মঘটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে বসে সমাধানের উদ্যোগ নিচ্ছেন।

বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে কোনো ভয়ংকর পরিস্থিতি নেই। জনস্বার্থে সাম্প্রদায়িক অপশক্তি, দুর্নীতিবাজ এবং অনিয়মকারীদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর।

জনগণের সম্পদ যারা লুণ্ঠন করে তাদের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই সরকারের অবস্থান কঠোর উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সম্পদ লুণ্ঠনকারীদের পক্ষ নিয়েছে বলেই এ ধরনের বক্তব্য রাখছে।
জাগরণ/এমইউ