ব্রিটিশ বিরোধী সংগ্রামী, টংক আন্দোলনের মহান নেতা, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ‘কমরেড মনি সিংহ’ স্মরণে নানা আয়োজনে শুরু হয়েছে সাত দিনব্যাপী কমরেড মণি সিংহ মেলা।
শুক্রবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নেত্রকোণার দুর্গাপুরে টংক শহীদ স্মৃতি স্তম্ভ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি কমরেড মঞ্জুরুল আহসান খান।
উদ্বোধন শেষে মেলায় উপস্থিত হাজারো মানুষের অংশগ্রহণে মহান নেতা কমরেড মনি সিংহের প্রতিকৃতিতে পূস্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে মেলা উদযাপন কমিটির আহ্বায়ক স্থানীয় ব্যাক্তিত্ব দুর্গা প্রসাদ তেওয়ারী‘র সভাপতিত্বে স্থানীয় ও দেশ বরেন্য বুদ্ধিজীবী, রাজনীতিবীদের অংশগ্রহণে মেলা প্রাঙ্গণে শুরু হয় মনি সিংহ স্মরণে আলোচনা।
সভায় বক্তব্য দেন সিপিবি’র কেন্দ্রীয় নেতা কমরেড সহিদুল্লাহ চৌধুরী, কমরেড মঞ্জুরুল আহসান খান, কমরেড আসলাম খান, মনি সিংহের ছেলে সমাজসেবক ডা. দিবালোক সিংহ, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে সুস্থ ধারায় রাজনীতি করার কোন পরিবেশ নেই। বর্তমান সরকার ভোটের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে। এ ধারা থেকে মুক্তি পেতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টিতে যোগ দেয়াসহ মহান নেতা কমরেড মণি সিংহের জীবনাদর্শের আলোকে জীবন গড়ার প্রত্যয়ে এগিয়ে আসতে হবে।
আলোচনা শেষে স্থানীয়, বেসরকারী সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্রর (ডিএসকে) সাংস্কৃতিক দল ও ময়মনসিংহ উদীচী জীবনমুখী নাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। মেলা উদ্বোধনের পূর্বে মেলা প্রঙ্গন থেকে শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসকেএইচ//