গফরগাঁওয়ে বালু বোঝাই লরির ধাক্কায় ব্যাটারীচালিত অটোরিক্সার দুই নারী যাত্রী নিহত হয়েছেন।
শনিবার সকাল এগারটার দিকে গফরগাঁও-ভালুকা সড়কের রাওনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলে, উপজেলার পুখুরিয়া গ্রামের মৃত রফিকুল ইসলাম রবের স্ত্রী লিপি আক্তার (৫২) ও উপজেলার চরআলগী ইউনিয়নের চরকামারিয়া গ্রামের মিয়া হোসেনের স্ত্রী বকুলা খাতুন (৪৬)। এছাড়া আহত হন অটোরিক্সার চালক আকবর হোসেন।
এলাকাবাসী জানায়, ব্যাটারীচালিত অটোরিক্সাটি গফরগাঁও-ভালুকা সড়কের ধোপাঘাট ব্রীজের সন্নিকটে রাওনা এলাকায় রাস্তায় দাঁড়িয়ে যাত্রী বকুলা খাতুনকে নামানোর সময় পিছন দিক থেকে বেপরোয়া গতির একটি বালু বোঝাই লরি অটোরিক্সাটিকে ধাক্কা দিলে ছিটকে পাশের ক্ষেতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী লিপি আক্তার নিহত হয়। স্থানীয়রা আহত বকুলা খাতুনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
গফরগাঁও থানার এস আই আব্দুল লতিফ বলেন,বালুবোঝাই লরিটি আটক করা হয়েছে। তবে লরির চালক দুর্ঘটনার পর পালিয়ে যায়। লাশ উদ্ধার করে গফরগাঁও থানায় আনা হয়েছে।
এসকেএইচ//