• ঢাকা
  • শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ০৭:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৩, ২০২২, ০৭:৪৪ পিএম

‘লবিস্ট নিয়োগের তদন্ত করার ক্ষমতা ইসির নেই’

‘লবিস্ট নিয়োগের তদন্ত করার ক্ষমতা ইসির নেই’

যুক্তরাষ্ট্রে বিএনপির লবিস্ট নিয়োগ প্রসঙ্গে রাজনৈতিক মহলে যে কথা উঠেছে, সে বিষয়ের আয়-ব্যয় নিয়ে নির্বাচন কমিশন (ইসি) কোনো তদন্ত করবে না। কারণ, লবিস্ট নিয়োগের বিষয়ে তদন্ত করার ক্ষমতা ইসির হাতে নেই বলে জানিয়েছেন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশনের ভবনে ৯৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নিয়েছে ইসি।

হুমায়ুন কবীর বলেন, বিএনপির লবিস্ট নিয়োগের বিষয়ে ইসি তদন্ত করার সক্ষমতা এবং আইনি কাঠামো নেই। তবে সরকারের কোনো সংস্থা তদন্ত করলে পরে কমিশন ব্যবস্থা নেবে।

ইসির এই সভায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার অনুপস্থিত থাকলেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, বাকি দুই কমিশনার ইসি কবিতা খানম ও ইসি রফিকুলসহ কমিশনের কর্মকর্তারা এই সভায় উপস্থিত ছিলেন।

দৈনিক জাগরণ/আরকে