
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ছিনতাই ও চাঁদাবাজ চক্রের সক্রিয় ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এসময় তাদের কাছ হতে ৩টি সুইচ গিয়ার চাকু ও ২টি জিআই পাইপ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১১'র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত পৌঁনে ১০টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন রসুলবাগ ক্যানেলপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-১১।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. রিপন (৩১), মো. রিয়াজ (৩০), মো. নুর ইসলাম (২৭), মো. শরিফ (২২), মো. আল আমিন (২১), মো. আসিফ (১৮) ও মো. সোহান শেখ (১৮)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আসামিরা নারায়ণগঞ্জ জেলাসহ আশেপাশের এলাকায় দলবদ্ধ হয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে চাঁদা আদায়, ছিনতাই ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল।
জাগরণ/আরকে