• ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০১:৩২ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০১:৩২ পিএম

কসবায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কসবায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় সোহেল মিয়া (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। 

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কুটি ইউনিয়নের শান্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে। সোহেল মিয়া বুগীর গ্রামের মালেক মিয়ার ছেলে। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোহেল মিয়া সোমবার (১৪ ফেব্রুয়ারি) পাশ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার চারপাড়া গ্রামে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলো। মঙ্গলবার বিকেলে নিজ বাড়ির উদ্দেশ্য রওয়ানা হয়। রাতে উপজেলার কুটি চৌমুহনী বাসষ্ট্যান্ড থেকে এক কিলোমিটার দুরে শান্তিপুর এলাকায় পৌঁছলে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী একটি  ট্রাক পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরোহী সোহেল মিয়া মারা যায়। লোকজন তাকে চিনতে পেরে তার গ্রামের বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন এসে তাকে শনাক্ত করেন। কিছুদিন আগে প্রবাস থেকে ছুটিতে দেশে আসেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজালাল আলম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। 

জাগরণ/আরকে