• ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৮:০৯ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৮:০৯ পিএম

সবজির দাম নিয়ে যা বললেন কৃষিমন্ত্রী

সবজির দাম নিয়ে যা বললেন কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক জানিয়েছেন, বাজারে সবজির চড়া দাম নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নেবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবজি বাজার সংশ্লিষ্ট সবাইকে তৎপর হয়ে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। বিভিন্ন স্থানে কৃষক, পাইকারদের যারা হয়রানিসহ নানান ভাবে চাপ সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।

আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে আয়োজিত জাতীয় সবজি মেলার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী মন্ত্রী বলেন, সীমিত আয়ের মানুষ যেন সবজি কিনে খেতে পারে সেটা নিশ্চিতে আমরা কাজ করব। দুই-তিন বার বৃষ্টি হওয়ায় সবজি চারা নষ্ট হয়ে গেছে। বৃষ্টির কারণে সবজি ভালোভাবে উৎপাদন হয়নি, তাই দাম একটু বেশি। তবে আমরা বিশ্বাস করি, আমাদের যে জাতগুলো আছে এগুলো সঠিকভাবে উৎপাদন করতে পারলে দেশে সবজির কোনও ঘাটতি হবে না। সেই সঙ্গে দাম আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

তিনি বলেন, গেল ১২-১৩ বছরে কয়েকগুণ বেড়েছে সবজির উৎপাদন। আগামী দিনে আরও বাড়বে। সবজি উৎপাদন বাড়িয়ে আমরা আন্তর্জাতিক বাজারে সবজি রপ্তানি করতে চাই। আমাদের সবজি পুষ্টি সমৃদ্ধ, খেতেও সুস্বাদু। তাই আমরা যদি সঠিক কর্মসূচি নিতে পারি তাহলে আগামী দিনে আন্তর্জাতিক বাজারে আমরা সবজি রপ্তানি করতে পারব।

এমইউ