• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৩, ২০২২, ০৩:২৮ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৩, ২০২২, ০৩:২৮ পিএম

রাবির হলে আত্মহত্যার চেষ্টা করলে সিট বাতিল

রাবির হলে আত্মহত্যার চেষ্টা করলে সিট বাতিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হলে অবস্থানরত কোনো ছাত্রী আত্মহত্যার চেষ্টা করলে হলের সিট বাতিলের ঘোষণা দিয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল প্রশাসন। 

শনিবার (১২ মার্চ) রাতে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শর্মিষ্ঠা রায় স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলে অবস্থানরত সকল ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোনো প্রকার ঘুমের ওষুধ, নেশা জাতীয় দ্রব্য কিংবা আত্মহননের প্রচেষ্টা করলে কোনো কৈফিয়ত ছাড়াই তার আবাসিকতা বাতিল করা হবে। 

এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শর্মিষ্ঠা রায় বলেন, প্রতিদিন খবরের পাতা খুললেই আমরা আত্মহত্যা সংবাদ শুনতে পায়। তাই আমরা মেয়েদের সচেতন করার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তের বিশেষ কোনো কারণ নেই। এছাড়া কেউ ঘুমের ওষুধ রাখলে ডাক্তারের প্রেসক্রিপশন দেখাতে হবে।

জাগরণ/আরকে