• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৯, ২০২২, ০২:১০ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৯, ২০২২, ০২:১০ পিএম

লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন 

লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন 

লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে এর উদ্বোধন করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধূরী। 

ওই সময় ফিতা কেটে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দেয়া হয়। পরে ই-পাসপোর্ট বিতরণ, বৃক্ষ রোপণ ও স্থানীয় পাসপোর্ট সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, পাসপোর্ট চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবু মো. সাইদ, জেলা পাসপোর্ট উপপরিচালক জাহাঙ্গীর আলম, জেলা সমাজসেবা উপপরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী, লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, আবুল বাশার বশির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ। 

মোহাম্মদ আইয়ূব চৌধূরী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বাংলাদেশ স্বল্প আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। তবে জাতির পিতার আদর্শ বাস্তবায়নে আমাদের আরো বহুদূর যেতে হবে।

জাগরণ/আরকে