• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২২, ০৬:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৫, ২০২২, ০৬:৩৭ পিএম

২৪ ঘণ্টাই খোলা থাকবে ওষুধের দোকান: স্বাস্থ্যমন্ত্রী

২৪ ঘণ্টাই খোলা থাকবে ওষুধের দোকান: স্বাস্থ্যমন্ত্রী

মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওষুধের দোকান বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকা উচিত। কারণ এটি জরুরি বিষয়।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের হাসপাতালের সেবা কার্যক্রম সংক্রান্ত সভা শেষে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যসেবা হচ্ছে জরুরি সেবা। আমরা কোনো হাসপাতালের সময়সীমা কমায়নি। আমরা ২৪ ঘণ্টা সেবা বজায় রেখেছি। শুধু অফিস সময় ৮টা থেকে ৩টা করেছি। তাছাড়া সব হাসপাতাল তার নিজস্ব গতিতে চলবে। সেখানে সময় অপরিবর্তিত থাকবে।

সিটি কর্পোরেশন যদি এ বিষয়ে কিছু বলে থাকে তাহলে তাদের সঙ্গে আলোচনা করে অবশ্যই এর সুরাহা করা হবে।

এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য কোন ধরনের প্রতিষ্ঠান কতক্ষণ খোলা রাখা যাবে, তা নির্ধারণ করে দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

সিটি কর্পোরেশন এক গণবিজ্ঞপ্তিতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ওষুধের দোকানের বিষয়ে বলেছে, সাধারণ ওষুধের দোকান রাত ১২টায় বন্ধ হবে। আর হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টায় বন্ধ করতে হবে।

সিটি কর্পোরেশনের এই সিদ্ধান্ত নিয়ে নানান মহলে সমালোচনা চলছে।