• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৩, ১১:২৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৮, ২০২৩, ০৫:৩০ এএম

চট্টগ্রাম-৮ উপনির্বাচন

আওয়ামী লীগের নোমান জয়ী

আওয়ামী লীগের নোমান জয়ী
ছবি ● সংগৃহীত

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ৬৭ হাজার ২০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ।

বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন। উপনির্বাচনে মোট ১৪ দশমিক ৫৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

১৯০টি ভোটকেন্দ্রের সবক'টির চূড়ান্ত ফলাফলে নোমান আল মাহমুদ পেয়েছেন ৬৭ হাজার ২০৫ ভোট। অন্যান্যদের মধ্যে মোমবাতি প্রতীকে সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ ৫০৮৭ ভোট, চেয়ার প্রতীকে সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন পেয়েছেন ১৮৬০ ভোট, আম প্রতীকে কামাল ৬৭৩ ভোট, একতারা প্রতীকে রমজান আলী ৪৮০ ভোট পেয়েছেন।

জেলা নির্বাচন কমিশন অফিসের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বোয়ালখালী উপনির্বাচনে মোট ১৪ দশমিক ৫৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। কম ভোটার উপস্থিতির কারণ হিসেবে ঈদ এবং তাপপ্রবাহের প্রভাব বলে জানান তিনি।

অনুষ্ঠিত এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট পাঁচজন। আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নোমান আল মাহমুদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ থেকে চেয়ার প্রতীকে সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মোমবাতি প্রতীকে সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি থেকে আম প্রতীকে কামাল এবং স্বতন্ত্র প্রার্থী একতারা প্রতীকে রমজান আলী ভোট করেন।

বৃহস্পতিবার সকাল ৮টায় এ আসনে ভোটগ্রহণ শুরু হয়। ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে একযোগে এই ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।

জাগরণ/জাতীয়উপনির্বাচন/এসএসকে