• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুন ২৪, ২০২৩, ১২:৫৯ এএম
সর্বশেষ আপডেট : জুন ২৪, ২০২৩, ১২:৫৯ এএম

সাংবাদিক নাদিম হত্যা

প্রধান আসামী বাবুর স্বীকারোক্তি

প্রধান আসামী বাবুর স্বীকারোক্তি
ছবি ● সংগৃহীত

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মামলার প্রধান আসামী মাহমুদুল আলম বাবু।

৫ দিনের রিমান্ড শেষে শুক্রবার বাবুকে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি জবানবন্দি দেন। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: হাসিব উল্লাহ পিয়াসের আদালতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। বাদী পক্ষের আইনজীবী ইউসূফ আলী এ তথ্য জানান।

তিনি জানান, স্বীকারোক্তিতে বাবু এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।

গত ১৪ জুন কাজ শেষে বাড়ি ফেরার পথে সাংবাদিক নাদিমের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এর একদিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

১৭ জুন বকশিগঞ্জ থানায় বাবুসহ ২২ জন এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেন সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম।

এর একদিন পর এই মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করে আদালতে তোলে পুলিশ। পরে রিমান্ড শেষ তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

জাগরণ/আইনওআদালত/এসএসকে