• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৩, ১২:৩৪ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩১, ২০২৩, ১২:৩৪ এএম

চট্টগ্রাম-১০ উপনির্বাচন

জয়ী নৌকার মহিউদ্দিন বাচ্চু

জয়ী নৌকার মহিউদ্দিন বাচ্চু
মহিউদ্দিন বাচ্চু ● সংগৃহীত

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫২ হাজার ৯২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সামসুল আলম পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট।

রোববার সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত।

১৫৬টি কেন্দ্রে ভোট হয় ইভিএমে। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন। নির্বাচনে উপস্থিতি ছিল ১১ দশমিক সাত-শূন্য শতাংশ। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পুলিশের পাশাপাশি মোতায়েন ছিল ছয় প্লাটুন বিজিবি ও র‍্যাব। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ৬ জন।

নির্বাচনে তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালি আঁশ) পান ১ হাজার ২৩০, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের রশীদ মিয়া (ছড়ি) পান ৫৭৯, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) পান ৪৮০ ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট) পান ৩৬৯। 

সোমবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্র জানায়। ২ জুন আওয়ামী লীগের সংসদ সদস্য আফছারুল আমীনের মৃত্যুতে শূন্য হয় আসনটি।

জাগরণ/উপনির্বাচন/এসএসকে