আপিল বিভাগের দুই বিচারপতির পদত্যাগ দাবিতে সভা-সমাবেশ করায় বিএনপিপন্থী সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী নাহিদ সুলতানা যুথী।
মঙ্গলবার (২৯ আগস্ট)সকালে প্রধান বিচারপতিকে এ আবেদন জমা দেন তিনি। এদিন দুপুরে, একই দাবিতে কালো পতাকা মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। আর পাল্টা মানববন্ধন করেছেন আওয়ামীপন্থীরা।
গেল ১৫ আগস্ট সুপ্রিমকোর্টে, জাতীয় শোক দিবসের এক আলোচনায় আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর নিজেদের 'শপথবদ্ধ রাজনীতিবিদ' বলে মন্তব্য করেন। এ নিয়ে সংবিধানের ব্যাখ্যাও দেন। সভায় মুক্তিযুদ্ধ, দেশ ও নির্বাচন নিয়েও আলোচনা করেন বিচারপতিরা। এর পরই আপিল বিভাগের দুই বিচারপতির পদত্যাগ দাবি করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
এ দাবিতে লাগাতার মিছিল, সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। পাল্টা সংবাদ সম্মেলনে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি জানায়, বক্তব্যের অপব্যাখ্যা দিয়ে বিচারপতিদের পদত্যাগের দাবি আদালত অবমাননার সামিল।
ঘটনার জেরে মঙ্গলবার সকালে বিএনপিপন্থী সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ সুলতানা যুথি। এ সংক্রান্ত আবেদন জমা দিয়েছেন প্রধান বিচারপতির কাছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে আওয়ামীপন্থি আইনজীবীরা মানববন্ধন করেন আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে। একইসময়ে কালো পতাকা মিছিল করেন বিএনপিপন্থীরা।
এর আগে দুই বিচারপতিকে বিচারিক কাজ থেকে বিরত রাখতে প্রধান বিচারপতিকে আহ্বান জানায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
জাগরণ/আইনআদালত/এসএসকে