• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২, ২০২৪, ০৯:৪০ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২, ২০২৪, ০৯:৪০ পিএম

বিচার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম সাংবাদিকদের

বিচার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম সাংবাদিকদের
ছবি ● সংগৃহীত

কোটা আন্দোলন ঘিরে সহিংস ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের সময় চার সাংবাদিক হত্যা এবং আড়াইশো সাংবাদিক আহতের ঘটনায় জড়িতদের বিচারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে সাংবাদিকরা।

জাগরণ/জাতীয়/এসএসকে রাজধানীর কারওয়ান বাজারে ‘আমরা গণমাধ্যমকর্মী’ ব্যানারে মানববন্ধন কর্মসূচি করেন তারা।

এ সময় সাংবাদিকদের হত্যা, আক্রমণ ও হয়রানির প্রতিবাদ জানান বক্তারা।

সবপক্ষকেই সাংবাদিকদের প্রতি সহনশীল ও সহযোগিতামূলক আচরণ করার আহ্বান জানান তারা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিক কারও প্রতিপক্ষ নয়। আন্দোলনে শিক্ষার্থীসহ সব পেশার মানুষের নিহত হওয়া দুঃখজনক ঘটনা হলেও আহত নিহত সাংবাদিকদের পাশে কেউ নেই।

ব্যক্তিগত নানা মত পথ থাকলেও বিভিন্ন দলের পক্ষে কাজ করা ব্যক্তি বা টকশোর বক্তাদের দায় পেশাদার সাংবাদিকরা নেবেন না বলেও জানান বক্তারা।

জাগরণ/জাতীয়/এসএসকে