
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাঁচ চিকিৎসক।
রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে এই পাঁচ চিকিৎসক পুরাতন ঢাকায় অবস্থিত কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে যান। এক ঘণ্টার বেশি সময় ধরে তারা কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। বিষয়টি নিশ্চিত করে কারা অধিদফতরের ডিআইজি ( ঢাকা বিভাগ) টিপু সুলতান বলেন, আদালতের নির্দেশে ৫ সদস্যের চিকিৎসক দল খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ব্যবস্থাপত্র দিয়েছেন। কারা কর্তৃপক্ষ সে অনুপাতে খালেদা জিয়াকে ওষুধ সেবনের পাশাপাশি ফিজিওথেরাপি দেবেন।
তিনি বলেন, বার্ধ্যকের কারণে খালেদা জিয়ার শরীরটা একটু খারাপ হয়েছিল। এখন তিনি অনেকটা ভালো আছেন। তাকে সার্বক্ষণিক রুটিন মাফিক টেককেয়ার করা হচ্ছে। পাঁচ সদস্যের এই চিকিৎসক দলে ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুল জলিল চৌধুরী, রিউমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামীম আহমেদ, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তানজিলা পারভিন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বদরুন্নেসা আহমেদ এবং অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. চৌধুরী ইকবাল মাহমুদ।
এইচএম/এসএমএম