
ঢাকা মহানগর উত্তর যুবদলের অন্তর্গত রূপনগর থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হাই মোল্লাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (০৮ মার্চ) ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় দীর্ঘদিন যাবৎ আব্দুল হাই মোল্লা দলের কর্মকাণ্ড ও কর্মসূচিতে অংশগ্রহণ করছেন না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পর থেকে তিনি দলের সঙ্গে যোগাযোগ করছেন না। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় দল থেকে তাকে অব্যাহতি প্রদান করা হলো। একই সঙ্গে রুপনগর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে থানার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।
টিএস/টিএফ