• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: এপ্রিল ৯, ২০১৯, ০৮:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১০, ২০১৯, ০২:৫৯ এএম

সরকার গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত করছে : নজরুল ইসলাম

সরকার গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত করছে : নজরুল ইসলাম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান -ছবি

সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মিথ্যা মামলায় কারাবন্দি বেগম খালেদা জিয়াকে জেলে রেখেও যদি অবাধ সুষ্ঠু নির্বাচন দেয়া হয় তাহলেও এই সরকারের বিজয়ের কোন সম্ভাবনা নাই। মানুষ বন্দি খালেদা জিয়াকে মুক্ত করার জন্য বিএনপিকে ভোট দেবে। সরকার গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত করছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রমিক দলের সাবেক নেতা আবুল কাশেম চৌধুরী, শহিদুল ইসলাম চৌধুরী দুলাল ও মোহাম্মদ উল্লাহ ভূঁইয়ার স্মরণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, আমরা দেখতে চাই, দেশে গণতান্ত্রিক রাজনৈতিক অবস্থা বিরাজ করুক। কারও সমর্থন যদি বেশি হয় তারা নির্বাচনে জিতবে, ক্ষমতায় যাবে। আমরা বিরোধী দলে থাকবো কোন সন্দেহ নাই। কিন্তু ভোটের আগের রাতে ভর্তি করে আপনি জিতে যাবেন আর বলবেন আপনার জনপ্রিয়তা বেশি। এটা দেশের কোন লোক বিশ্বাস করে না। 

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, সবচেয়ে ক্ষতি করা হচ্ছে ভোটারদের। যখন তারা ভোট কেন্দ্রে ভোট দিতে যায় এবং তাদেরকে বলা হয় আপনার ভোট দেয়া হয়ে গেছে। আবার ব্যালট পেপার নাই। তারপর আঙ্গুলে কালি দিয়ে বলা হয় আপনি চলে যান। এতে ভোটাররা নিরুৎসাহিত হয়ে পড়েছে। এর একটি প্রমাণ হলো উপজেলা নির্বাচন। অনেক কেন্দ্র আছে যেখানে কোন ভোটার যায়নি। 

কোনো কোনো কেন্দ্রে ২ জন, ৩ জন, ৫ জন এবং ১০ জন ভোটার গেছে। ভোটের প্রতি মানুষের অনীহা সৃষ্টি করা হলো গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত। গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত। 

তিনি বলেন, নির্বাচন না থাকলে গণতন্ত্র থাকে না। নির্বাচনের মাধ্যমে জনগণ তার রায় দেয়। আর জনগণের রায়ে যারা দায়িত্ব নেয়, তারা হলো গণতান্ত্রিক সরকার। কাজে আমাদের দেশে এখন গণতান্ত্রিক সরকার নাই। নোংরা কৌশল তো তারা করবেই। কারণ ভালো কোনো কৌশলে বিজয়ের সামর্থ্য তাদের নেই। 

নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের মানুষ যাকে মায়ের মর্যাদা দিয়েছেন সেই বেগম খালেদা জিয়া কারারুদ্ধ। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হোক এটা তার প্রাপ্য। একজন মানুষ হিসেবে একজন নেত্রী হিসেবে তার প্রাপ্য। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে এটা তার প্রাপ্য। 

সরকারের কাছে দাবি জানিয়ে শ্রমিক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম খান বলেন , অবিলম্বে তার চিকিৎসার ব্যবস্থা করা হোক। তিনি যেখানে চিকিৎসা করতে চান সেখানে সুযোগ করে দেয়া হোক।

 টিএস/একেএস