• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ৩০, ২০১৯, ০৭:২৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ৩০, ২০১৯, ০৭:২৭ পিএম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র লিটনের শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র লিটনের শ্রদ্ধা নিবেদন
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র খায়রুজ্জামান লিটন- ছবি : জাগরণ

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ার পর বৃহস্পতিবার (৩০ মে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর কিছু সময় নীরবতা পালন করেন মেয়র খায়রুজ্জামান লিটন।

২০১৮ সালের ৩০ জুলাই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন মহান মুক্তিযদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সন্তান এএইচএম খায়রুজ্জামান লিটন।

গত মঙ্গলবার মেয়র খায়রুজ্জামান লিটনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করে সরকার। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্ব-পদে অধিষ্ঠিত থাকাকালীন মেয়র এএইচএম খায়রুজ্জামান (লিটন) প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।

এরআগে তিনি ২০০৮ সালে প্রথম রাসিকের মেয়র নির্বাচিত হন। সে সময়ও তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা পান।

টিএস/এসএমএম