গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা ৭ জুলাই রোববারের হরতালের প্রতি সমর্থন ঘোষণা করেছে গণফোরাম।
বৃহস্পতিবার (৪ জুলাই) গুলশানে গণফোরাম সভাপতি পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। গ্যাসের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি করা হয়েছে বলে অভিযোগ এনে এর প্রতিবাদে হরতাল (সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত) ডেকেছে বাম জোট।
গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদের সভাপতিত্বে সভায় অংশ নেন নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি পরিষদ সদস্য মেজর জেনারেল (অব.) আ ম সা আ আমীন, অ্যাডভোকেট মহসিন রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেজর (অব.) আমীন আহমেদ আফসারী।
সভায় গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি নেয়া হয়। এর মধ্যে রয়েছে ৯ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব থেকে প্রতিবাদ মিছিল। একই দিন দেশের প্রতিটি জেলায় সভা, সমাবেশ, প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। ৬ জুলাই শনিবার হতে সপ্তাহব্যাপী এ বিষয়ে লিফলেট বা প্রচারপত্র বিতরণ করা হবে।
টিএস/টিএফ