
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা ৭ জুন রোববার দেশব্যাপী অর্ধবেলা হরতালে সমর্থন জানিয়েছে বাংলাদেশ জাতীয় দল। শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যায় জাতীয় দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সমর্থনের কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, সম্পূর্ণ যৌক্তিক এ হরতালে জাতীয় দলের পক্ষ থেকে নৈতিক সমর্থন জ্ঞাপন করছি এবং গ্যাসের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি বলেন, সকল প্রকার সন্ত্রাস নৈরাজ্য অরাজকতা ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিহার করে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে জনগণের নীরব প্রতিবাদের মাধ্যমে শাসকগোষ্ঠীর মনস্তাত্বিক ভিতকে কাঁপিয়ে দিতে হবে।
তিনি আরও বলেন, জনগণের ভোটবিহীন নির্বাচনে স্বঘোষিত বিজয়ী দখলদার সরকার সম্পূর্ণ অযৌক্তিকভাবে দফায় দফায় গ্যাসের দাম বাড়িয়ে গরিব জনগণকে চরম নিগৃহীত করার উদ্যোগ নিয়েছে।
টিএস/ এফসি