
ঢাকা মহানগর উত্তরের দারুস সালাম থানা কমিটির সভাপতি বদল করেছে বিএনপি। শারীরিক অসুস্থতাজনিত কারণে বর্তমানে সভাপতির দায়িত্ব পালনকারী হাজী আব্দুর রাজ্জাককে ওই কমিটির সিনিয়র সহ সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে স্বাক্ষর করেছেন মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবিএমএ রাজ্জাক।
গত ১৩ জুলাই শনিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির এক জরুরি সভায় দারুস সালাম থানা বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাককে তার শারীরিক অসুস্থতার কারণে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে না পারার জন্য দারুস সালাম থানা বিএনপির সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
বর্তমানে দারুস সালাম থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।
টিএস/