বন্যাদুর্গত মানুষের প্রতি সরকারের অবহেলা, উদাসীনতা এবং সুষ্ঠু ত্রাণ বিতরণে বিলম্ব ও অনিয়মে তীব্র নিন্দা জানিয়েছেন গণফোরাম নেতৃবৃন্দ।
বুধবার (১৭ জুলাই) মতিঝিলের চেম্বার বিল্ডিংয়ে গণফোরামের এক জরুরি সভায় এ নিন্দা জানানো হয়। এ সভায় সভাপতিত্বে করেন- গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
এসময় তিনি বন্যার্তদের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে দাঁড়ানোর আহ্বান জানান। সভায় ড. কামাল হোসেন বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি জানমালের ক্ষতির জন্য সমবেদনা প্রকাশ করেন।
সভায় বক্তব্য রাখেন- গণফোরাম নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, সভাপতি পরিষদ সদস্য মেজর জেনারেল অব. আমসা আ আমিন, এ্যাডভোকেট মহসিন রশীদ, মেসবাহউদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেজর অব. আমীন আহমেদ আফসারী, দপ্তর সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন। সভাপতি পরিষদ সদস্য মেজর জেনারেল অব. আমসা আ আমিনের নেতৃত্বে একটি ত্রাণ টিম রংপুর বন্যা দুর্গত এলাকায় রওনা দিয়েছেন।
টিএস/টিএফ