
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে (গোলাম মোহাম্মদ কাদের) আশীর্বাদ করলেন রওশন এরশাদ।
শনিবার (২০ জুলাই) দুপুরে জিএম কাদের ভাবি রওশন এরশাদের গুলশানের বাসায় যান।
সূত্র জানায়, দুপুর ২টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত তার বাসায় অবস্থান করেন জিএম কাদের। দুপুরের খাবারও তারা একসাথে খেয়েছেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয় এ সময় রওশনের বাসায় থাকলেও দেবর-ভাবি একান্তে কথা বলেছেন।
জিএম কাদের দৈনিক জাগরণকে বলেন , ভাবি (রওশন এরশাদ) আমাকে আর্শীবাদ করেছেন। ভাবি আমার মাতৃসম্যতুল্য। তিনি জাতীয় পার্টিরও অভিভাবক। উনার (রওশন এরশাদ) পরামর্শক্রমেই পার্টিকে এগিয়ে নিয়ে যাবো। তিনি সংসদ ও পার্টিতে সম্মানের জায়গায় থাকবেন।
টিএস/এসএমএম