
জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান, বিরোদলীয় উপনেতা বেগম রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা হচ্ছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান, সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে দলটি। শিগগিরই দলের চেয়ারম্যান জিএম কাদের এ ব্যাপারে চিঠি দিয়ে স্পীকারকে অবগত করবেন।
রোববার (২১ জুলাই) দুপুরে জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ দৈনিক জাগরণকে একথা জানান।
ফিরোজ রশীদ বলেন, বেগম রওশন এরশাদ আমাদের সবার মুরব্বি। তিনি বিরোধী দলীয় নেতা ছিলেন, এখন তিনি উপনেতা। পরিবর্তিত পরিস্থিতিতে দল তাকে বিরোধীদলীয় নেতা করার সিদ্ধান্ত নিয়েছে।
জেড এইচ/টিএফ