বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ডেঙ্গু জ্বরের পরীক্ষায় অতিরিক্ত ফি আদায় করা নিয়ে উষ্মা প্রকাশ করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই বিষয়ে বলে, রোগীর কাছ থেকে ডেঙ্গু পরীক্ষার ফি আদায় যৌক্তিক সীমায় থাকতে হবে। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালের ধার্যকৃত ফি এর মধ্যে একটু পার্থক্য থাকতে পারে। তবে সেটা আকাশ-পাতাল ব্যবধান হতে পারবে না।
আদেশে এই অতিরিক্ত ফি আদায় বন্ধে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে নির্দেশ দেয়া হয়েছে। আগামী রোববার এই পদক্ষেপ নেয়ার বিষয়টি আদালতকে অবহিত করতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বলা হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার আদালতকে বলেন, ‘বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে কোনোভাবেই ফাইভ স্টার হোটেল হতে দেয়া যাবে না। সহনীয় পর্যায়ে ফি ধার্য করতে হবে।’
আদালত বলেন, ‘আমরাও চাই রোগীরা যেন অতিরিক্ত ফি আদায়ের নামে হয়রানির শিকার না হয়।’
ডেঙ্গু পরীক্ষা বাবদ অতিরিক্ত ফি আদায় বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে হাইকোর্ট এ আদেশ দেন।
প্রতিবেদনটি আদালতের নজরে আনেন আইনজীবী মোস্তাক আহমেদ চৌধুরী। ওই প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু পরীক্ষায় বেসরকারি কিছু হাসপাতালে বেশি ফি নেয়া হচ্ছে।
এমএ/টিএফ