
বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের জন্মদিন উপলক্ষে আগামীকাল ডেঙ্গু প্রতিরোধে ও বন্যাত্বদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করবে আওয়ামী লীগ। ত্রাণ সামগ্রীর মধ্যে থাকবে- ডেঙ্গু প্রতিরোধে মশারি, মশা নিধন সামগ্রী বিতরণ এবং সংশ্লিষ্ট প্রতিনিধির মাধ্যমে বন্যার্ত, অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে শাড়ি, লুঙ্গি ও ঈদ সামগ্রী। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ধানমণ্ডি ৩২ বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর প্রাঙ্গণে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে ওই ত্রাণ বিতরণ করা হবে। দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে মশারি, মশা নিধন সামগ্রী বিতরণ এবং সংশ্লিষ্ট প্রতিনিধির মাধ্যমে বন্যার্ত, অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে শাড়ি, লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভাপতিত্ব করবেন- ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
এএইচএস/টিএফ